কমল দত্ত, নদিয়াঃ জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত এক শিশু আহত এক। সূত্রের খবর নদিয়ার রানাঘাটের 34 নম্বর জাতীয় সড়ক ধরে স্কুটিতে চেপে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল মেয়ে। অন্যদিকে কলকাতা থেকে কৃষ্ণনগরগামী একটি লরি সজোরে ধাক্কা মারে স্কুটিতে। ঘটনার জেরে গুরুতর আহত বাবা, মেয়েকে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তার 10 বছরের শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ময়না তদন্তের জন্য দেহটিকে পুলিশ মর্গে পাঠায়।চিকিৎসাধীন বাবা। ঘটনার পর পুলিশ গাড়িটিকে তারা করে রাণাঘাট কোট মোড় ট্রাফিক জাম করিয়ে লরি থেকে আটক করে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।