পর্নোগ্রাফি কাণ্ডে মৈনাকে আবারও পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন

নিউটাউন পর্নোগ্রাফি কাণ্ডে গত ২৯ শে জুলাই দমদম থেকে নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। ধৃত দুজনের ৪ দিনের পুলিশি হেফাজত শেষে,ফের তাদের বারাসাত আদালতে তোলা হচ্ছে। পুলিশ সূত্রে খবর,ধৃত মৈনাক ঘোষকে আবার পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন তারা। কোর্টে নিয়ে যাওয়ার সময় মুখ খোলেন নন্দিতা ও মৈনাক।
পুলিশ সূত্রে খবর,এই ঘটনায় ধৃত ফটোগ্রাফার শুভঙ্কর দে কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে,নন্দিতা এবং মৈনাক তাকে একটি মেমোরি চিপ দিতো,শ্যুট হয়ে গেলে আবার তারা তার কাছ থেকে মেমোরি চিপ নিয়ে নিতো। তবে এই ভিডিও গুলি বিভিন্ন সাইটে কারা আপলোড করত সেই বিষয়ে এখনো মুখ খোলেনি তারা। সেই কারণে ধৃত মৈনাক ঘোষকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছেন পুলিশ।

নিউটাউন : শাকিল মোস্তাক