পাঞ্জিপাড়া বাজার থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে খবর,শুক্রবার ভোর সকালে পাঞ্জিপাড়া বাজারে দাঁড়িয়ে ছিল তিন যুবক। পুলিশের সন্দেহ হলে ওই তিন যুবককে তল্লাশি করলে তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে। পুলিশের অনুমান ধৃতরা অন্য কারও অপেক্ষা করছিল সেখানে। ধৃত তিন জনেরেই বাড়ি গোয়ালপোখর থানার পামল এলাকায়। ইসলামপুর জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানান,পাঞ্জিপাড়া বাজার থেকে আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু দিন ধরে পাঞ্জিপাড়া এলাকায় চুরির ঘটনা ঘোট ছিল। তাই পুলিশের তরফ থেকে একটি মোবাইল টিম গঠন করা হয়েছে। যাতে এই ধরণের চুরির ঘটনা আটকানো যায়। এরপর পুলিশ ওই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমা আদালতে পাঠায়। পুলিশ ধৃতদের জিজ্ঞাসা বাদের জন্য ইসলামপুর মহকুমা আদালতে ৭ দিনের পুলিশ হেফাজতের আর্জি জানান হয়। ঘটনারতদন্তে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।

উত্তর দিনাজপুর : বিক্রমাদিত্য বিশ্বাস