সাধারণ মানুষের সাথে পুলিশের জনসংযোগ বাড়াতে ও পথচলতি মানুষদের সেভ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতন করতে বড়োসড়ো উদ্যোগ নিয়েছে পাত্রসায়ের থানার পুলিশ। পাত্রসায়ের থানার ওসি বিদ্যুৎ কুমার পালের নেতৃত্বে পাত্রসায়ের থানার সহকর্মীদের নিয়ে পাত্রসায়ের বাসষ্ট্যান্ডে সাধারণ মানুষদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই কুইজ প্রতিযোগিতায় বেশিরভাগ প্রশ্নই ছিল সেভ ড্রাইভ সেফ লাইফ এর উপরে। পথ চলতি সাধারণ মানুষ থেকে আরম্ভ করে দুই চাকা ও চারচাকা গাড়ির চালকদের পথ নিরাপত্তা বিষয়ে অবগত করার পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় সঠিক উত্তর দেওয়ার জন্য প্রথম তিন জন উত্তর দাতাকে পাত্রসায়ের থানার পক্ষ থেকে হেলমেট,পরের দশ জন উত্তর দাতাকে টি-সার্ট ও বাকিদেরকে পেন দেওয়া হয়। এই প্রাইজ তুলে দেন পাত্রসায়ের থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ কুমার পাল ও তার সহকর্মীরা।

নবেন্দু হাটি – বাঁকুড়া