বাঁকুড়া জেলার ইন্দাস থানা এলাকার ছোট গোবিন্দপুরের বাসিন্দা পায়েল নন্দী। সে ছোট গোবিন্দপুর হাই স্কুলেরই দশম শ্রেণির ছাত্রী। অভাবী ঘরের মেয়ে এই পায়েল নন্দী। তার বাবা মৎস্যজীবী ও মা গৃহবধূ। চাষের জমি বলতে কিছু নেই। পড়াশোনার খরচ যোগাতে কন্যাশী টাকা টা তার কাছে একমাত্র ভরসা। কিন্তু তা স্বত্তেও সমাজে গরিব মানুষ গুলোর দিকে তাকিয়েছে এই ছোট্ট মে টি। করনার দ্বিতীয় ঢেউ-এর সময় সংক্রমণ রুখতে কন্যাশ্রীর টাকা থেকে মাস্ক কিনে গরীব মানুষদের হাতে তুলে দেয় এই ছোট্ট মে টি। তার এই মহতী কাজের জন্য তাকে 14 ই আগস্ট সম্মান জানাতে চলেছে রাজ্য সরকার। আজ তার বাড়িতে হাজির হয়েছিলেন ইন্দাস থানার ওসি আবদুস সামাদ আনসারী,ইন্দাসের বিডিও মানসী ভদ্র চক্রবর্তী এবং ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন। সকলে মিলে তার হাতে ফুলের স্তবক,বই ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাকে সম্বর্ধনা জানান। এতে যেমন খুশি হয়েছে পায়েল তেমনিই খুশি হয়েছে পায়েলের বাবা মাও।