প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে রবিবার রাখি পূর্ণিমার দিন রামপুরহাট থানার পুলিশ আধিকারিকদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হলো। তারা এই দিনে রাখি পরানো মধ্যে দিয়ে শান্তির বার্তা দেন। তাদের কথায় বিশ্বজুড়ে এখন দিন দিন হানাহানি বাড়ছে আর এই হানাহানিতে ভাতৃত্বের প্রয়োজন। আমরা চাই বিশ্বজুড়ে সম্পর্কের বাতাবরণ তৈরি হোক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদ,রামপুরহাট থানার আই সি,বিপ্লব প্রামানিক ,গোলাম মোস্তফা, টুবাই ভৌমিক প্রশান্ত রায় সহ অন্যান্য আধিকারিকরা।