

দুর্গাপুজোর আর অল্পকিছুদিন বাকি এই অতি মারির মধ্যে চলছে পুজোর প্রস্তুতি। চলছে সরকারি বিধি নিষেধও। রাজ্য সরকার পুজো কমিটিগুলোকে প্যান্ডেল করার কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছেন। আর সেই নিয়ম ঠিক মতো মেনে পুজা কমিটি গুলো কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে আজ ব্যারাকপুর পুলিশ কমিশনা রেডের ডিসিপি (সাউথ) এসিপি (দমদম) দমদমের বিভিন্ন পুজো প্যান্ডেল গুলি ঘুরে দেখেন এবং তারা ভাল করে চেক করেন প্রতিটি প্যান্ডেল। এছাড়া এই বিষয় পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন পুলিশ আধিকারিকরা। তারা আবেদন করেন,সমস্ত রকম প্রভৃতি মেনেই যেন এই বছরের পুজোর প্রস্তুতি নেওয়া হয়।
দমদম: রনক রায়
