আসন্ন দুর্গোৎসব নিয়ে শনিবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া অনুষ্ঠান ভবনে বালুরঘাট শহর ও শহরাঞ্চলের পুজো উদ্যোক্তাদের নিয়ে বিশেষ বৈঠক করল পুলিশ প্রশাসন। করোনা আবহের মধ্যেই এবারও দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। তাই সরকারি বিধি নিষেধ মেনে যাতে দূর্গা পূজার আয়োজন করে পুজো উদ্যোক্তারা এবং সরকারি শর্তাবলী মানেন তা নিয়েই পুজো উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করেন পুলিশ প্রশাসন। এদিনের এই বৈঠকে বালুরঘাট থানার অন্তর্গত প্রায় ১৩৬ টি ক্লাব বা পুজো উদ্যোক্তা হাজির ছিলেন। পুজো মন্ডপ প্রাঙ্গণে কোন রকম ভাবে যাতে ভিড় না হয় তার উপর বিশেষ নজর দিতে হবে। গতবারের মতো এবারও সরকারি নির্দেশ মেনেই পুজোর আয়োজন করার কথা বলা হয়েছে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সব রকম ভাবে সহযোগিতা করে তার জন্য পুজো উদ্যোক্তাদের কাছে আবেদন করে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।

দক্ষিণ দিনাজপুর : সুমন ভৌমিক