জায়গা জমি সংক্রান্ত মীমাংসা সঠিক না হওয়ায় দক্ষিণ 24 পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের BLRO অফিসে তালা ঝুলিয়ে দেন এক গৃহবধূ। প্রায় ২ ঘন্টা ধরে তালা মেরে রাখেন মথুরাপুর ২ নম্বর ব্লকের কাশিনগর সিংহ চকের বাসিন্দা অপর্ণা বিজলি নামে এক গৃহবধূ। গৃহবধূর অভিযোগ দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত কিছু নথিপত্র ভুল থাকায় স্থানীয় BLRO অফিসার কে সংশোধন করার কথা জানিয়ে তিনি। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় অবশেষে গৃহবধূ অপর্ণা বিজলি ক্ষোভে BLRO অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন। পরে রায়দিঘি থানার IC অমিয় কুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনীর উদ্যোগে তালা খুলে দেওয়া হয় বলে সূত্রের খবর।