ভারতে নারী ও শিশু নির্যাতনের মত ঘটনা দিনের পর দিন বেড়েছে। অপরাধের চিত্র সেই তথ্যই দিচ্ছে। তবে পুলিশি তৎপরতায় অপরাধের সংখ্যা আগের চেয়ে কিছুটা কমেছে৷ বেড়েছে শাস্তির হারও৷
এমনি এক ঘটনা ঘটে অশোকনগর থানার রাজবেরিয়া এলাকায়।সেখানে পুলিশি তৎপরতায় সঠিক বিচার পেল এক নাবালিকার পরিবার। ওই এলাকায় এক চৌদ্দ বছরের নাবালিকার সাথে যৌন হেনস্থার অভিযোগ উঠে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিক্তিতে ওই অভিযুক্তকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে এবং নাবালিকার পরিবার সূত্রে খবর,অভিযুক্ত-এর নাম আইজুল বক্স,বয়স ২১,সে তার প্রতিবেশীর এক চৌদ্দ বছরের নাবালিকা কন্যাকে পরিতক্ত এক বাড়িতে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করে। শুক্রবার রাতে অভিযুক্ত এর বিরুদ্ধে নাবালিকা পরিবার অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিক্তিতে অভিযুক্ত আইজুল বক্সকে অশোকনগর থানার পুলিশ গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে অশোকনগর থানার পুলিশ। এরপর অভিযুক্তকে আজ বারাসাত আদালতে পাঠানো হয়।

হাবরা : শান্তনু বিশ্বাস