আমডাঙ্গা ব্লক প্রশাসন ও চাইল্ড লাইনের যৌথ উদ্যোগে ও আমডাঙ্গা থানার পুলিশের একান্ত প্রচেষ্টায় বিয়ে রুখল নাবালিকার ।আমডাঙার আদহাটা পঞ্চায়েত এলাকার আদ হাটা গ্রামের ঘটনা। বাল্য বিবাহের ক্ষতিকারক দিকগুলি পরিবারের সদস্য ও নাবালিকা কে বোঝান চাইল্ড লাইন ও প্রশাসনিক আধিকারিকেরা ,তার পর পরিবারের সিদ্ধান্ত বদলপরিবারের ,পরিবারের থেকে মুচলেখা নিয়ে নাবালিকার বিয়ে রাখলো আমডাঙ্গা র BDO,IC,ও CHILD LINE এর আধিকারিকেরা,শেষে নাবালিকার হাতে চাইল্ড লাইনের একটি টোল ফ্রী নং তুলেদেন আধিকারিকরা ।
বারাসাত:প্রদীপ দাস