


হুগলী গ্রামীণ জেলা পুলিশ এর উদ্যোগে বলাগড় পুলিশ থানা ও গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় পথ নিরাপত্তা নিয়ে একটি সচেতনতা পদযাত্রা করা হয়। এইদিন মোটর বাইক চালকদের হেলমেট ছাড়া বাইক চালাতে নিষেধ করা,যাদের মাথায় হেলমেট নেই সে সমস্ত চালকদের পুলিশ এর পক্ষ থেকে হেলমেট উপহার দেওয়া হয়।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি এস পি (ক্রাইম),সি আই (সদর বি),ও সি বলাগড়, আই সি,গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ি ও শতাধিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা ।
হুগলির : পলাশ চক্রবর্তী
