বিদ্যালয়ে প্রাইভেট এজেন্সী গুলো সরিয়ে সরাসরি সরকারের অধীনে NSQF(ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক)-এর
শিক্ষক-শিক্ষিকা ও ল্যাব আসিস্ট্যান্টদের সরকারীকরন করে স্থায়ীকরন করার দাবিতে বিক্ষোভ দেখায় নিউটাউন কারিগরি ভবনের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টেকনো সিটি থানায় পুলিশ। রাজ্যের ৬৭৬ টি সরকারি স্কুল ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের এজেন্সির দ্বারা নিয়োগ করা হয়, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১৩ টি বিষয় নিয়ে বৃত্তিমূলক শিক্ষা অভিযানের শিক্ষক শিক্ষিকা এবং ল্যাব অ্যাসিসটেন্টদের। ২০১৩ সাল থেকে ১৩২৭ জন NSQF শিক্ষক শিক্ষিকা ও ১১১ জন ল্যাব অ্যাসিস্টেন্ট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে বৃত্তি মূলক শিক্ষা দিয়ে আসছেন। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে প্রাইভেট এজেন্সি গুলির বদলে সরাসরি সরকারের অধীনে শিক্ষক শিক্ষিকা এবং ল্যাব অ্যাসিসটেন্টদের স্থায়ীকরণ সহ ৭ দফা দাবি নিয়ে নিউটাউন কারিগরি ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে এসে পৌঁছায় টেকনো সিটি থানার পুলিশ। পুলিশের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল কারিগরি ভবনে গিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে দেখা করে তাদের ডেপুটেশন জমা করে। পুলিশ এসে পুরো বিষয়টি সামাল দেয়।

নিউটাউন : সাকিল মুস্তাক