আজ পয়লা সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশকর্মীদের সম্মান জানাতে রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস। করোনা মহামারী থেকে আরম্ভ করে বিভিন্ন আইন শৃঙ্খলার ক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকা প্রশংসনীয়। এদিন বাঁকুড়ার প্রত্যেকটি থানা ও বাঁকুড়ার সদরের মাচানতলা মুক্তমঞ্চে পালিত হল বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে পুলিশ দিবস এবং পথ নিরাপত্তা সপ্তাহ। পুলিশ দিবস উপলক্ষে বাঁকুড়া মাচানতলা মুক্তমঞ্চে বাঁকুড়া জেলা পুলিশ আধিকারিকদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করে বিশেষ সম্মান প্রদান করা হলো বাঁকুড়া শিক্ষক সমাজের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার,বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত, অতিরিক্ত পুলিশ সুপার,বিবেক ভার্মা,
ডিএসপি ডিএনটি বিশ্বজিৎ নস্কর সহ অন্যান্যন আধিকারিকরা। এছাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের কালস্রোত সাহিত্য পত্রিকার তরফ থেকে বাঁকুড়া জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন পুলিশ আধিকারিকদের স্মারকলিপি ও ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়।