পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুঃস্থ পড়ুয়াদের স্মার্ট ফোন প্রদান

 

দক্ষিণ দিনাজপুর :- সুমন ভৌমিক

 

বুধবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার ৯৯ জন পড়ুয়ার হাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে দেওয়া হল মোবাইল৷
পড়াশুনা চলতে থাক এই কর্মসূচি থেকে জেলার দুঃস্থ ৯৯ জন পড়ুয়াকে স্মার্ট ফোন তুলে দেয় পুলিশ। এদিন বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া অনুষ্ঠান ভবনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দুঃস্থ পড়ুয়াদের মধ্যে মোবাইল তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন আইজি নর্থ বেঙ্গল ডিপি সিং, মালদা রেঞ্জের ডিআইজি প্রবীন ত্রিপাঠি, জেলা পুলিশ সুপার রাহুল দে, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, মালদার পুলিশ সুপার অলক রাজোরিয়া, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহঃ নাসিম সহ অন্যান্য আধিকারিকরা।এছাড়াও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুজন প্রতিবন্ধী পড়ুয়াকে দেওয়া হয় ট্রাই সাইকেল।