পূর্ব বর্ধমানঃ শুধুমাত্র অপরাধমূলক মামলা সমাধান নয় খেলাধুলার ক্ষেত্রেও পুলিশ ততটাই উৎসাহী। এবার সেই উৎসাহেরই পরিচয় দিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ, তাদের উদ্যোগে তৈরি হলো পূর্ব বর্ধমান জেলার প্রথম টেনিস কোর্ট। পুলিশ প্রাইমারি স্কুলের মাঠে ওই কোর্টের শুভ উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন। তিনি জানান শুধুমাত্র ওই স্কুলের ছাত্র-ছাত্রী ছাড়াও জেলার সমস্ত আগ্রহী ছাত্র-ছাত্রীরা এই কোর্টে অনুশীলন করতে পারবে।

অপূর্বা মিত্র, রিপোর্টার