ফের নকল সোনার কয়েন কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ।তদন্তকারীরা জানিয়েছেন, হাওড়ার উলুবেড়িয়ার ব্যবসায়ী পঙ্কজ মান্নাকে
গত রবিবার বীরভূম থেকে ফোন করে পুরনো সোনার কয়েনের সন্ধান দেওয়া হয়। সেই ফোন পেয়ে বীরভূমে গিয়ে নানুর থানা এলাকার একটি প্রত্যন্ত গ্রাম থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা দিয়ে কিছু সোনার কয়েন ক্রয় করেন হাওড়ার এই ব্যবসায়ী। এরপর তিনি জানতে পারেন সবকটি সোনার কয়েন নকল । এরপর সোমবার নানুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে সাঁইথিয়া থানার অন্তর্গত কল্যাণপুর গ্রামের শেখ বাবু নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। তার কাছ থেকে নগদ তিন লক্ষ্য টাকা উদ্ধার করা হয়। তাকে জেরা করে তার দলের অন্যান্য সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ।’