একের পর এক সমাজে ঘটেচলেছে প্রতারনার মতো নানা ঘটনা ,
সেরকমই আরো এক ঘটনা চোখে পড়লো ,
ভুয়ো কল সেন্টার খুলে দেশে ও বিদেশে টেক সাপোর্ট দেয়ার নাম করে
কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ,সেই অভিযোগের ভিত্তিতে
নয় জনকে গ্রেফতার করল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ,
পুলিশ সূত্রে খবর সল্টলেক সেক্টর ফাইভের ম্যাট্রিক্স বিল্ডিংয়ের দ্বিতীয় এবং সপ্তম তলায়
কল সেন্টার খুলে প্রতারণা করত ধৃত ব্যক্তিরা,ধৃতদের আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে বলে সূত্র মারফৎ খবর।
এবং পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এছাড়াও ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত
শুরু করেছে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ,
বিধাননগর :রেখা নস্কর
