নেতৃত্বে একটি নাইন এম এম পিস্তল এবং ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় ।এছাড়াও পুলিশ ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন।
পুলিশ সুপার সূত্রে জানা গেছে ,ওই ঘটনায় রাজা মজুমদার নামে এক যুবকের মৃত্যু হয়েছিলো।সম্প্রতি, মেদিনীপুর শহরে না ঢোকার শর্তে জামিনে পেয়েছিল সেই সুমন সিং।প্রসঙ্গত, শনিবার রাত্রি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মেদিনীপুর শহরে চলেছিল ৩ রাউন্ড গুলি! ধর্মায় একটি হোটেলে ২ রাউন্ড এবং মাহতাবপুরের পদ্মাবতী শ্মশান ঘাটের সামনে ১ রাউন্ড। তবে, কিভাবে তাকে পাকড়াও করা হয়, তা রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান ,
