বীরভূম:দিব্যেন্দু গোস্বামী

 

গতকাল বীরভূম জেলার কাঁকড়তলা থানার পুলিশের তরফ থেকে চন্দ্রবাদ এলাকায় বীরভূম ও ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিং চালিয়ে আল্লারাখা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি গান। এছাড়াও তার কাছ চারটি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করেছে কাঁকড়তলা থানার পুলিশ। তাঁর বিরূদ্ধে 379/411/414 সহ একাধিক মামলা রুজু করা হয়। দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।