মেমারি : সুব্রত চক্রবর্তী
নৈশকালীন কার্ফিউ অমান্য করার অভিযোগে মেমারী শহরের বিভিন্ন জায়গা থেকে রবিবার রাতে বেশ কয়েক জন কে আটক করে পুলিশ। এদিন চকদিঘী মোড় এলাকায় বিশেষ নজরদারির সময় যারা
অযথা রাস্তায় ঘোরাফেরা করছেন এবং বাইরে বের হওয়ার কারণ স্বরুপ বৈধ কোন কাগজ দেখাতে পারেননি তাদের ৮ জনকে আটক করে মেমারী থানার পুলিশ। এছাড়া অনেকর মুখে ছিল না মাস্ক। অনেকে আবার নৈশকালীন কার্ফিউ সম্পর্কে অবহিতই নন। তাদের মাস্ক পরতে বলায়, সাংবাদিকদের প্রশ্ন-উত্তরে নানান অজুহাত ও সামনে আসে। ফলতো প্রসাশন যতই সচেতন করতে উদ্যগী হোকনা কেন। কিছু সংখ্যক মানুষ যে অসচেতন থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তা এদিন ফের বোঝা গেলো।
