বনমহোৎসব বৃক্ষরোপনে হাত লাগান বাঁকুড়া জেলা পুলিশ

বাঁকুড়া জেলার বনমহোৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্যান্য বছরের মতো এ বছরও বনমহোৎসব কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বীরবাহা হাঁসদা। এই দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জ্যোৎস্না মান্ডি। এছাড়াও বাঁকুড়া জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু,বিধায়ক অরূপ চক্রবর্তী এবং জেলাশাসক ও পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিকরা। বৃক্ষরোপণ এর মধ্য দিয়েই এই দিনটির শুভ সূচনা করা হয়। সকলের পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকেও বৃক্ষরোপণ করা হয়।

বাঁকুড়া – নবেন্দু হাটি