সৌরভ নস্কর,দক্ষিণ 24 পরগনা : 26 তারিখপূর্ণিমার ভরা কোটাল থাকায় জলোচ্ছ্বাসের বাড়ার সম্ভাবনাময় সাগর ও সাগরঘোড়ামারা দ্বীপ জলপথে আজ বাঁধ পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ইয়াস ফলে সাগর দ্বীপ ও সাগরঘোড়ামারা দ্বীপ নদী বাঁধ পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগর এসডিপিও, সাগর বিডিও,ও প্রশাসনিক আধিকারিকরা ভেসেলকরে নজরদারি চালাচ্ছে।মূলত ইয়াসের ফলে নদী বাঁধ ভেঙে ঘোড়ামারা ও সাগর দ্বীপ অধিকাংশ প্লাবিত হয় সেই বাঁধ গুলি 26 তারিখের আগে নদী বাঁধ গুলি মেরামত ও নদী উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয় পৌঁছে দেয়|
