প্রদীপ দাস, বারাসাত:  ভ্যাকসিন নিয়ে দুর্নীতি হচ্ছে, চলছে অবৈধ কারবার – একের পর এক ঘটনা আসছে সামনে। মুখর বিজেপি এমনকি তৃণমূল সাংসদও।ভুয়ো আই পি এস গ্রেপ্তার হতেই আরো বিতর্ক দানা বেঁধেছে আর এইরকম পরিমন্ডলে শুক্রবারও বারাসাতে শহরের বুকে তিনটি ক্লাবে ক্যাম্প করে চলছিল ভ্যাকসিনেসন। অভিযোগ ওঠে, তাদের কাছে ছিল না ভ্যাকসিনেসন ক্যাম্প করার সরকারি অনুমোদন আর বিষয়টি পুরসভার নজরে আসতেই তা বন্ধ করে দেওয়া হল।বারাসাত পুরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখার্জী জানান, উপরোক্ত ক্লাবগুলির কারো কাছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা প্রশাসনের থেকে সরকারি অনুমোদন নেওয়া ছিল না। শুক্রবার তিনি নিজে সরেজমিনে বিষয়টি দেখে ক্যাম্পগুলি বন্ধ করার নির্দেশ দেন।অন্যদিকে ক্লাব গুলি তাদের কাছে প্রয়োজনীয় অনুমোদন জনিত কাগজপত্র দেখাতে সক্ষম হয় নি।।