হাওড়া : সমীর পাত্র

রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে আবারো।তাই হাওড়ায় বিভিন্ন জায়গায় কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রশাসনের উদ্যোগে। আজ সকালে বালিতিকুরী বাজারে বাজার করার হিড়িক পড়ে যায় মানুষের মধ্যে ফলে অনেক কে দেখা গেলো মাস্ক ছাড়াই বাজার করতে।পাশাপাশি দাস নগর থানা খবর পেয়ে ছুটে আসে এবং তৎপরতার সাথে বাজার বন্ধ করে ,এবং আগামী কাল থেকে বাজার ও দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়।