সুমন ভৌমিক,দক্ষিণ দিনাজপুর :  প্রত্যেক বছর দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে সচেতনতা মূলক র‍্যালির উদ্যোগ নেওয়া হয়। এবারও শনিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে ও বালুরঘাট থানার পক্ষ থেকে বালুরঘাট থানায় সচেতনতামূলক র‍্যালি বের করা হল। এদিন থানা থেকে বেরিয়ে র‍্যালিটি গোটা শহর পরিক্রমা করে৷ এদিনের এই র‍্যালিতে হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ, বালুরঘাট থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। এদিন প্ল্যাকার্ড হাতে পুলিশ ও শিবির কর্মীরা সাধারণ মানুষকে সচেতন করে র‍্যালির মধ্য দিয়ে। পাশাপাশি ট্রাফিকিং বা নারী পাচার রুখতেও তো সাধারণ মানুষকে সচেতন করা হয়। এদিনের এই রেলিতে শতাধিক পুলিশ ও সিভিক কর্মী পায়ে পা মেলান।