গোপন সুত্রে খবর পেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের মাটিয়ারী আউটপোস্ট থেকে বিএসএফ উদ্ধার করল দুটি বিরল প্রজাতির ময়ূর। এরপর ওই দুটি ময়ূরকে নদিয়ার রানাঘাট বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় এক মহিলাকেও আটক করে বিএসএফ বলে সূত্রের খবর। ভারত-বাংলাদেশ সীমান্তের মাটিয়ারী বিওপিতে যখন বিএসএফের জওয়ানরা টহল দিচ্ছিলেন ঠিক সেই সময় বাংলাদেশ থেকে দুজন পাচারকারী দুটি ব্যাগে করে কিছু পাচারের উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে অপেক্ষা করছিল। এরপর টহলরত বিএসএফ জওয়ানরা তাঁদের আটকাতে গেলে ওই ব্যক্তিরা ব্যাগ ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ফেলে যাওয়া ব্যাগ থেকে বিএসএফ উদ্ধার করে দুটি বিরল প্রজাতির ময়ূর। পরবর্তীতে ময়ূর দুটিকে রানাঘাট বন দপ্তরের হাতে তুলে দেয় বিএসএফ।

নদিয়া:কমল দত্ত