বিধাননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাকা তল্লাশি চলছে। শ্রী তৌসিফ আলী আজহার, আইপিএস, ডিসিপি স্পেশাল ব্রাঞ্চ, শ্রী দীপ কৃষ্ণ দাস, ডব্লিউবিপিএস, এসিপি নর্থ, বিধাননগর এবং শ্রীমতি উৎসা শ্রীমানীর, এসিপি নিউটাউন বিভিন্ন স্থানে রাতের পুলিশিং তদারকি করছেন।