
বিধান নগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে বিলি করা হলো মাস্ক
বিধাননগর : সাকিল মুস্তাক
আজ সকাল থেকে সল্টলেকের বিভিন্ন প্রান্তে বিধান নগর পুলিশ কমিশনারেট-এর তরফ থেকে মাস্ক বিলি করা হয় ও যারা মাস্ক পরে নেই তাদেরকে সতর্কও করা হয় বিধান নগর পুলিশ কমিশনারেট এর তরফ থেকে। এমনই এক চিত্র দেখা গেল করুনাময়ীতে। ডিসি বিধান নগর উমেশ গণপত- এর উপস্থিতিতে পুলিশ আধিকারিকরা পথ চলতি মানুষদের যারা মাস্ক পরে নেই তাদের মাস্ক পরিয়ে দেন।এছাড়া বাসে উঠে বাসের মধ্যে যারা মাস্ক পরে নেই তাদেরও মাস্ক বিলি করেন। এমনকি চালক কেও মাস্ক দিয়ে মাস্ক পড়ার অনুরোধ করেন।
