উস্থি : বিশ্বজিৎ দে
করোনা সংক্রমণের কারণে নতুন করে রাজ্যে জারি হয়েছে নাইট কারফিউ। আপতত প্রত্যেক দিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে কারফিউ।রাস্তায় কারফিউ পালনে নেমে পড়েছে পুলিশ।
শিরাকোল ট্রাফিক গার্ডের ওসি সুদীপ দে ও উস্থি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিষেক বিশ্বাসের নেতৃত্বে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় উস্থির শিরাকোল মোড় এলাকায় অভিযানে নেমে নাইট কারফিউর বিধিনিষেধ ভঙ্গ করার অভিযোগে ১৭ জন বাইক আরোহী সহ একাধিক পথচারীকে আটক করেছে। তার পাশাপাশি বিনা প্রয়োজনে রাত্রে আটটার পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত বাইরে না বেড়োনোর আবেদনও জানান দুই আধিকারিক।
