সকাল ৬টা নাগাদ করেয়া থানার অন্তর্গত 8/3আহেরি পুকুর কট লেনের গ্রাউন্ড ফ্লোরে বিস্ফোরণ ঘটে।সেই ভয়াবহ বিস্ফোরণে আনন্দ দাস ও তার পরিবারের স্ত্রী,সন্তান,ভাইঝি জখম হন।এবং তাদের শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।তারা এখন চিকিৎসাধীন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন এবং বোমস্কোয়াডের আধিকারিকরা,এর পাশাপাশি তদন্তকরি অধিকারিকরাও সেখানে পৌঁছায়।এর পাশাপাশি বোমস্কোয়াডের এক্সক্লজিপ ট্রেকার ডগের তদন্তকারী আধিকারিকরা সেখানে আসেন।এবং পুলিশের প্রাথমিক অনুমান স্ট সার্কিট থেকে ঘটনাটি ঘটেনি,কোনো বিস্ফোরক জাতীয় কিছু ছিল কি না তা পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আহেরি পুকুর:পিউ রায়
