বীরভূম জেলা পুলিশের উদ্যোগে মাতৃ-পরিক্রমা” কর্মসূচী

বীরভূম:দিব্যেন্দু গোস্বামী

বীরভূম জেলা পুলিশের উদ্যোগে মাননীয় আরক্ষাধ্যক্ষ ও বিশিষ্ঠ অতিথিবর্গের উপস্থিতিতে শুভ সুচনা হল “মাতৃ-পরিক্রমা” কর্মসূচী ।
বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আনন্দে সামিল করতে পূজোর চারটি দিন প্রতিটি থানা থেকে সংশ্লিষ্ট মানুষজনদের জেলাজুড়ে বিভিন্ন পুজো মণ্ডপ পরিক্রমার থাকছে বিশেষ ব্যবস্থা।জেলার সমস্ত থানা এলাকায় বৃদ্ধাশ্রম এর আবাসিক, হোমের আবাসিক, পথশিশুদের
“মাতৃ-স্পর্শ” কর্মসূচীর মাধ্যমে শুভ শারদীয়া উপলক্ষ্যে মহিলাদের বস্ত্র প্রদান করা হয়।এই কর্মসূচির পাশাপাশি জেলার মেধাবী পড়ুয়াদের জয়েন্ট , নিট পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং প্রকল্প “উড়ান ৩.০” এর আনুষ্ঠানিক সূচনা হয়। সারা জেলা থেকে ৬০০ ছাত্র-ছাত্রীকে এই প্রশিক্ষন দেওয়া হবে বলে এদিন জানান তারা।