গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট শহরের নারায়ণপুর স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে কয়েক হাজার লিটার কেরোসিন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ’র নেতৃত্বে নারায়ণপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ ভাবে মজুত রাখা প্রায় ৩ হাজার ৩০০ লিটার কেরোসিন সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ৷ এছাড়া সেখানে থেকে ২২০ লিটারের বড় জারে ১৫ টি কেরোসিন তেল ভরতি জার বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতের নাম পরেশ মালি। বাড়ি বালুরঘাটের বঙ্গী বৈদ্যনাথ পাড়া এলাকায়। তবে অবৈধ তেল মজুদের মূল অভিযুক্ত দেবাশিস সাহা পলাতক। তাঁর খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ। অন্যদিকে ধৃত ব্যক্তিকে বুধবার বালুরঘাট জেলা আদালতে তোলা হয়৷ অবৈধ ভাবে বাড়িতে মজুত রাখা কেরোসিন কোথা থেকে আসত এবং তা কোথায় বিক্রি করা হত তা খতিয়ে দেখছে পুলিশ।
দক্ষিণ দিনাজপুর : সুমন ভৌমিক
