বেআইনী কাফসিরাফ আটক করলো বিষ্ণুপুর থানার পুলিশ

বাঁকুড়া : নবেন্দু হাটি

বেআইনী ভাবে পাচারের সময় ১২৩০ বোতল কাফসিরাফ আটক করলো বিষ্ণুপুর থানার পুলিশ। একই সঙ্গে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ সৃত্রে খবর, গতকাল রাতে বিষ্ণুপুর স্টেশন সংলগ্ন এলাকায় নাকা চেকিং এর সময় একটি সন্দেহভাজন গাড়ি আটক করে পুলিশ। ঐ গাড়ি থেকে ১২৬০ বোতল কোভিন ফসফেট যুক্ত কাফসিরাপ উদ্ধার হয়। যার এক একটির মুদ্রিত মূল্য ১৩০ টাকা। একই সঙ্গে ঐ বেআইনী কাজে যুক্ত থাকার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা নারায়ন চন্দ্র মাইতি ও বিশ্বজিৎ মান্না নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলে পুলিশ।