আর্থিক অনটনের জন্য আত্মহত্যা করলেন পর্ণশ্রীর গোল্ডেন ক্লাব এলাকার দেবব্রত পাল(বয়স ৪৮)।পেশায় তিনি কসবার মেঘনাথ সাহা ইনস্টিটিউটের
শিক্ষক। পরিবারিক সূত্রে খবর দীর্ঘ লকডাউনের জন্য এক বছর ধরে তাদের স্যালারি ঠিকঠাক হচ্ছিল না। প্রচুর ধার-দেনা জমে গিয়েছিল। পরিবারে একমাত্র অর্থ উপার্জনকারী তিনি একাই ছিলেন। কিন্তু সংসার চালাতে পারছিলেন না। মাইনে ঠিকঠাক হচ্ছিল না বলে মানসিক অবসাদে ভুগছিলেন। সকালে যখন তাকে চা দিতে যায় সেই সময় দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তার বোন এবং স্ত্রী জোর করে যখন দরজা খোলেন তখন দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছেন সেই ব্যক্তি। তড়িঘড়ি নামানো হয় তার দেহ । পর্ণশ্রী থানার পুলিশকে খবর দিলে দেহ বিদ্যাসাগর হসপিটালে নিয়ে গেলে চিকিৎক মৃত বলে ঘোষণা করেন।তার পরিবারে বৃদ্ধ মা, বোন, স্ত্রী ও আট বছরের একটি মেয়ে আছে। পরিবারে নেমেছে শোকের ছায়া। পরিবারের বক্তব্য লকডাউনের জন্য ঠিক সময়ে বেতন পাচ্ছিলেন না। প্রচুর ধারদেনা জমে গিয়েছিল সেই কারণে এই আত্মহত্যা। এছাড়া একটি সুইসাইড নোটও উদ্ধার হয়। বর্তমানে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
