ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত খড়িকামাথানী তে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে ডাকাতির করার পরিকল্পনা নিয়ে জমায়েত হয়েছিল পাঁচজন দুষ্কৃতী। সেই সময় টহলরত নয়াগ্রাম থানার পুলিশের ওই দুষ্কৃতীদের দেখে সন্দেহ হওয়ায় তাদের আটক করে। তাদের আটক করার পর পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের কাছে তারা শিকার করে তারা একাধিক এটিএম ও ব্যাংক জালিয়াতির ঘটনার সাথে যুক্ত। তাদের নাম সোমনাথ চ্যাটার্জি,সোনু সিং, আসব আলী মল্লিক,এস কে শামীম ও এস কে ফিরোজ। পুলিশ সূত্রে খবর,ধৃত দুষ্কৃতীদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এ। ইতিমধ্যে তাদের গ্রেফতার করে ঝাড়্গ্রাম আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

ঝাড়গ্রাম:সুমন পন্ডিত