রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাতে মাটিগাড়া এলাকায় বালুরঘাট থেকে শিলিগুড়ি গামি একটি বাসে তল্লাশি চালিয়ে 15 টি কচ্ছপ উদ্ধার করল বৈকন্ঠপুর বনবিভাগের শালুগাড়া রেঞ্জ। এর মধ্যে রয়েছে 3 টি বড় কচ্ছপ এবং 12 টি ছোট কচ্ছপ। এই ঘটনায় গ্রেপ্তার একজন। ধৃত ব্যক্তির নাম ভাবন সরকার। এছাড়াও ওই বাসটিকেও হেফাজতে নেওয়া হয়েছে। এডিএফও জয়ন্ত মন্ডল জানান এই কচ্ছপগুলি বিহার থেকে গঙ্গারামপুর হয়ে শিলিগুড়িতে আনা হচ্ছিল। এর আগে কখনো এই রুটে পাচার হয় নি। এরপর ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
