ভক্তিনগর থানার পুলিশ একটি বড় সর ছিনতাই দলকে আটক করে। অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের পুলিশ চিহ্নিত করেছে রূপেশ সুব্বা, অর্জুন সিং এবং রাকেশ লেপচা। তিনজনই সালুগাদা এলাকার বাসিন্দা। সূত্র মারফৎ খবর , সম্প্রতি ভেগা সার্কেলের কাছে এক যুবকের মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।ভক্তি নগর থানার পুলিশ অভিযান চালিয়ে , প্রথমে রুপেশকে মঙ্গলবার সন্ধ্যায় চেকপোস্টের সাথে সংযুক্ত এলাকা থেকে গ্রেফতার করে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার পর এই চক্রের বাকি ২ জনের নাম সামনে আসে। পুলিশ সূত্রে খবর , তিনজনকে রাতের অন্ধকারে স্কুটিতে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের । ভক্তি নগর থানার পুলিশ তাদের আটক করে, বুধবার তিনজনকেই জলপাইগুড়ি আদালতে হাজির করা হয় বলে খবর।