কার্গিল যুদ্ধে পাঞ্জাব রেজিমেন্ট এর সেনা ছিলেন অবসর প্রাপ্ত সেনা প্রবীর কুমার দাস। টাইগার হিলের বিজয় এর দিনই কার্গিল বিজয় উৎসবের দিন। ২ রা মে থেকে 26 শে জুলাই এই তিন মাস ধরে চলতে থাকা যুদ্ধের পরিসমাপ্তির দিন,26শে জুলাই।
যুদ্ধের আগে কার্গিল বাজারে পাকিস্তানের নিঃক্ষেপ করা গোলা যখন বাজারে পরে তখন সেই বাজারে অ্যাডমিনিস্ট্রেশন এর কাজে ছিলেন এই প্রাক্তন সেনা। আজ ও রক্তের বন্যা ভাসে চোখের ওপর। পাকিস্তানি নয় বুলেট পেরিয়েছে কান ঘেঁষে,হামাগুড়ি দিয়ে বেঁচেছেন সেই যাত্রায়। তবুও তিনমাসের কঠিন জীবন নয়,দুবছরের পোস্টিং ছিলো তার কার্গিলে। রাতের অন্ধকার থাকতেই মজুত করতে হতো সারাদিনের খাবার,ব্যাঙ্করে জ্বলতো ছোট প্রদীপ। শত্রুর নজর থেকে বাঁচতে সন্ধ্যার পর আলো জ্বালানো নিষিদ্ধ ছিল। এবং মাইনাস সতেরো ডিগ্রি তাপমাত্রায় থাকতে হয়েছিল তাকে। তবুও দেশ মাতৃকার ওপর চোখ তুলে তাকালে শত্রু নিঃশেসের অঙ্গীকার। আর বাড়িতে পরিবারের অধীর উৎকণ্ঠা।

হুগলির : পলাশ চক্রবর্তী