ভারত-নেপাল সীমান্তে ধরা পড়ল চার বিদেশি

চারজন বিদেশি ফুটবলার হিসেবে সীমান্ত পারাপার করতে গিয়ে ৪১নং ব‍্যাটেলিয়ান এস‌এসবির হাতে ধরা পড়ে। গভীর রাতে ধরার পর ধৃতদের নকশালবাড়ি থানায় আনা হয়। এরপর ধৃতদের আদালতে পাঠানো হয়। ধৃতদের ভিসার মেয়াদ শেষ হ‌ওয়ায় তাদের আটক করা হয়। ধৃতদের নাম বেয়েগুয়ি বেলিমি(২১),অ্যালিক্সিস ইসমেলি(১৯),সেডার আবান্ডা আনজুয়াপ(২২),
মোহামাদু মোসি(১৯)। এরা চারজন‌ই ক‍্যামেরুনের বাসিন্দা ।