ফাইভের ভুয়ো কল সেন্টারের ঘটনায় গ্রেফতার আরও এক। বিদেশী মুদ্রা থেকে ভারতীয় মুদ্রায় কনভার্ট করার কাজ করতো এই ব্যক্তি। মিডিয়াম হিসাবে কাজ করতো অভিযুক্ত শেখ মুসাইব রহমান (২৫)। এন্টালী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ১০ তারিখ সেক্টর ফাইভ থেকে ভুয়ো কল সেন্টারের আড়ালে বিদেশি নাগরিকদের প্রতারণা চক্রের পর্দা ফাঁস করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার । আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।।
বিধাননগর:সাকিল মুস্তাক
