উত্তর২৪ পরগনা বাগদা থানার অন্তরগর্ত টাকশালী গ্রামের এক যুবতীর সঙ্গএ আর্মি পরিচয় দিয়ে সম্পর্ক হয়েছিল পূর্ব বর্ধমানের কালনা থানার মির্জা পার্টি গ্রামের বাসিন্দা শুভাশীষ দাসের। চলতি বছরের ২৫ মার্চ বিয়ে করে যুবতী।বিয়ের পরে কর্ম ক্ষেত্রে যাওয়ার নাম করে ব্যাঙ্গালোর নিয়ে যায়।এবং শ্বশুরবাড়ি থেকে টাকা নেওয়ার জন্য মাঝে মধ্যেই স্ত্রীকে চাপ দিত যুবক। নানা কারণে যুবকের সম্পর্কে সন্দেহ দানা বাঁধে যুবতীর।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে,চাকরি দেওয়ার জন্য টাকা দেওয়া হবে বলে ফাঁদ পেতে বুধবার বাগদার টাক শালী বাবার বাড়িতে জামাইকে নিয়ে আসে ওই যুবতী।জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় ভুয়া আর্মি অফিসার জামাই।ওই যুবতী নিজেই বাগদা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে ভুয়ো আর্মি অফিসার জামাইকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ ।
যুবতীর দাবি ,নানা সন্দেহের পরে বুঝতে পেরে পুলিশের হাতে তুলে দেয়।এদিন অভিযুক্তকে বনগাঁ আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয় বলে সূত্রের খবর।

বাগদা : শান্তনু বিশ্বাস