সেক্টর ফাইভ এর ভুয়ো কল সেন্টার মামলায় গ্রেপ্তার মূল পান্ডা পঙ্কজ কুমার সিং। পুলিশ সূত্রে খবর,গত ৯ ই আগস্ট সল্টলেক সেক্টর ফাইভ এলাকার ডিএন- ২৪ নামে একটি অফিসে হানা দিয়ে এক ভুয়ো কল সেন্টারের হদিস মিলেছিল। তারপর থেকেই তদন্ত করছিল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে নেমে দুই মূল মাথা পঙ্কজ কুমার সিং এবং বৃজেশ কুমার সিং এই দুজনের নাম উঠে আসে পুলিশের কাছে। এরপর সল্টলেক থেকে চিতপুরের বাসিন্দা পঙ্কজ কুমার সিং কে গ্রেপ্তার করে পুলিশ। তবে এই মামলায় আরও একজন মূল মাথা ব্রিজেস সিং এখনো পর্যন্ত পলাতক। এর আগে মোট ১০ জনকে গ্রেপ্তার করেছিল সাইবার ক্রাইম থানার পুলিশ। মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়েই এই দুই মূল মাথার নাম উঠে আসে। আজ ধৃত পঙ্কজ কুমার সিং কে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে গোটা বিষয়ে তদন্ত করবে পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা যায়,এই কল সেন্টারে মূলত ডাইরেক্টর হিসাবেই কাজ করতো পঙ্কজ কুমার সিং। এই কল সেন্টার থেকে মূলত বিদেশি নাগরিকদের তথ্য জোগাড় করত এবং পরবর্তীকালে বিদেশি নাগরিকদের মেইল আইডি এবং ফোন নম্বরে মেসেজ পাঠাতো যে তারা ওয়েবসাইট থেকে কিছু জিনিস কিনে ছিল সেই কারণে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছে। এবং সেই টাকা কাটার যথাযথ কারণ জানতে চাইলে একটি ফোন নম্বর দেয়া হতো বিদেশি নাগরিকদের মেইল আইডিতে সেই ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হত। এই নম্বরে যোগাযোগ করলে তাদেরকে বিভিন্ন ভাবে বুঝিয়ে তাদের থেকে টাকা হাতিয়ে নেয়া হতো। এই ভাবেই চলত তাদের প্রতারণা চক্র।.