রাজারহাট জগাড়ডাঙ্গা এলাকার ডিরোজিও কলেজের সামনে নাকা তল্লাশি চালাচ্ছিল নারায়নপুর থানার পুলিশ। সেই সময় একটি সাদা এক্সএইউভি গাড়িতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সেক্রেটারি লেখা দেখলে সন্দেহ হয় পুলিশের। সেই সময় গাড়ির চালক আকাশ ভান্ডাওয়াতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, সঠিক কোনও পরিচয় পত্র দেখাতে পারেনি বলে পুলিশ সূত্রে খবর। এরপর তাকে আটক করে নারায়নপুর থানায় নিয়ে যায় পুলিশ। এবং দিল্লির ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনেও খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে এই পরিচয়ের কোনও ব্যক্তি তাদের ওখানে কর্মরত নয়। পুলিশ সূত্রে খবর পুলিশের জেরায় স্বীকার করে তিনি ভুয়ো হিউম্যান রাইটস কমিশনের সেক্রেটারি পরিচয় দিত বিভিন্ন জায়গায়। পরবর্তীতে অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে তোলে এবং পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। ওই ব্যক্তি ভুয়ো পরিচয় ব্যবহার করে কোনও রকম অসামাজিক কাজ করেছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে নারায়নপুর থানার পুলিশ।
নারায়নপুর,নিউটাউন:শাকল মোস্তাক
