পলাশ চক্রবর্তী,হুগলির উত্তরপাড়া : ভ্যাকসিন নিতে আসা উত্তেজিত জনতা কে শান্ত করলো উত্তরপাড়া থানার পুলিশ। রাত থেকে ভ্যাকসিনের লাইন, সকাল হতেই জানা যায় ভ্যাকসিন দেওয়া হবে না।তার জেরেই বিক্ষোভ উত্তরপাড়া পৌরসভায়।বিক্ষোভের জেরে ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ আসে,এবং নিয়ন্ত্রন করে।