কোভিডের তৃতীয় নিয়ে মানুষকে সচেতন করতে বারবার পুলিশের বিশেষ মানবীক চিত্র উঠে এসেছে। আর সেই চিত্র উঠে এলো শনিবার পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের পাথরডি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের ভ্যাকসিন কেন্দ্রে। এদিন এই স্বাস্থ্য কেন্দ্রে কোভিড ভ্যাকসিন নিতে আসা জনসাধারণকে মাস্ক বিতরণ করলো বাঘমুন্ডি থানার পুলিশ। এদিন বাঘমুন্ডি থানার পুলিশ আধীকারীক এ.এস.আই বিপদতারণ চ্যাটার্জী ভ্যাকসিন কেন্দ্রে উপস্থিত হয়ে জনসাধারণের মুখে মাস্ক পরিয়ে সচেতন করেন। তিনি বলেন,ভ্যাকসিন নিতে এসে অনেক মানুষ মাস্কহীন অবস্থায় থাকছেন সেটা চোখে পড়তেই বাঘমুন্ডি থানার এমন উদ্যোগ। ২০০ জনের উর্দ্ধে মানুষকে মাস্ক দেওয়া হলো। এছাড়াও মাস্কহীন অবস্থায় যাতে সাধারণ মানুষ ঘোরা ফেরা না করেন তার জন্য থানার পক্ষ থেকে মাস্ক দেওয়া হলো। ভ্যাকসিন নিতে আসা এলাকার সাধারণ মানুষজন বাঘমুন্ডি থানার পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।