সমরেশ রায়,কসবা:  সোনারপুরের বাসিন্দা কসবা স্বাস্থ‍‌ কেন্দ্রতে এসে ভ‍্যাকসিন নিয়েছেন বলে সূত্রের খবর।, এদের বেশিরভাগ মানুষরা ছিলেন শ্রমিক শ্রেণীর , সবাই ভ‍্যাকসিন নিয়েছিল সতেরো জুন । ভ‍্যাকসিন এ নেই কোনো এক্সপ্রায়ার ডেট ,এই নিয়ে সবার মনে বিভ্রান্তি শুরু হয়েছে ,এই ভ্যাকসিন সম্পর্কীয় মূল পান্ডা দেবানজনের গ্রেফতারের পর থেকে, খবর পেয়ে বেশ কিছু মানুষ যারা ভ্যাকসিন নিয়ে ছিলেন । তারা কসবা কাণ্ডের রেশনিয়ে সোনার পুর এর বিধাযিকা লাভলী মিএ কাছে যান ,, লাভলী মিএ কে বিষয়টি জানালে তিনি বলেন বিষয়টি কানে আসেনি , তবে ঘটনা খতিয়ে দেখবো এবং স্বাস্থ‍ দফতরের সাথেও কথা বলবো কেউ কোনো ভাবে বিভ্রান্তি হবেন না , আমি পাশে আছি ,কারো যাতে অসূবিধা না হয় , এবং দ্বিতীয় ডোজ কী ভাবে দেওয়া যায় আলোচনা করবো , পুরসভার সাথেও কথা বলবেন , যারা ভ‍্যাকসিন নিয়েছে তাদের বেশির ভাগ জানিয়েছেন ,দশদিন হয়ে গেলেও কোনো রকম ম‍্যাসেজ আসে না ,