মন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য,গ্রেপ্তার ব্যবসায়ী

রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার অপরাধে গ্রেফতার এক ব্যবসায়ী। গড়িয়ার পাটুলি এলাকার বাসিন্দা পার্থ চক্রবর্তী নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর,২’রা জুন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান যে, তার সোশ্যাল মিডিয়ার একাউন্টে এক ব্যাক্তি কুরুচিকর মন্তব্য করেছে। এই অভিযোগের ভিক্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। এরপর বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান। কেন,কি কারণে এই ধরনের ঘটনা ওই ব্যবসায়ী ঘটিয়েছেন,এছাড়া এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা,সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।