উত্তর২৪পরগনা : রাজারহাটের গারাগরিতে গত বুধবার দিনের বেলা এক মহিলাকে ধর্ষণ ও নৃশংসভাবে খুন, ঘটনাকে ঘিরে তুমূল উত্ত্যজনা, ৭২ ঘন্টা কেটে যাওয়ার পরে অপরাধীদের ধরতে না পারায় আজ বিকালে সিপিআইএম মহিলা সমিতি পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন দিয়েছেন । প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে যে দোষীদের শীঘ্রই শাস্তির ব্যবস্থা করা হবে।

 

 

অম্বিকা কুণ্ডু , রিপোর্টার