মহিষাদলঃ মঙ্গলবার রাতে মহিষাদল বাজারে সন্দেহজনক ভাবে দুই ব্যক্তিকে ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরই সেই  দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে মহিষাদল থানার পুলিশ। তাদের কাছ থেকে একটি বাইক, একটা সোনার চেন এবং সোনার বালা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর এলাকায় ছিনতাই কার্যকলাপের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলো এই দুই দুষ্কৃতী। জানা গেছে এক ব্যক্তির নাম সেক মুসারফ আলি ও বিশ্বনাথ মাঝি। এরা দুজনই মহিষাদল এলাকার বাসিন্দা। তাদের বুধবার হলদিয়া  মহাকুমা আদালতে তোলা হয়।

অঙ্কিতা মন্ডল, রিপোর্টার